বৃহস্পতিবার রীতিমতো যুগান্তকারী ঘোষণা করল সৌদি আরব। আগামী বছরের মধ্যে মহাকাশে নিজেদের মহাকাশচারী পাঠানোর কথা জানাল সৌদি। তাঁদের মধ্যে একজন মহিলাও থাকবেন। ২০৩০-এ'র মধ্যে দেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করে তোলার জন্য তেলের সঙ্গে সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রেও জোরদার উৎসাহ দেখাতে শুরু করেছে সৌদি আরব।
মহাকাশে মহিলা নভোচারী পাঠানোর পরিকল্পনার মূল হোতা সৌদি আরবের অসীম ক্ষমতাধর ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সালেম। উল্লেখ্য, ২০১৮ সালে মহিলাদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল সৌদি আরব।
সৌদি স্পেস কমিশনের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়ে, মহাকাশ অভিযানের দিকে তাকিয়ে এই স্পেস প্রোগ্রামের পরিকল্পনা করা হয়েছে। সব ঠিক থাকলে মানব সভ্যতার উন্নতির লক্ষ্যে মহাকাশে মানুষ পাঠানো হবে। তাঁদের মধ্যে থাকবেন একজন মহিলা মহাকাশচারীও। এমন ঘোষণাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, সাত মাস ধরে ৩০ কোটি মাইল পথ পাড়ি দিয়ে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করেছিল সংযুক্ত আরব আমিরশাহীর মহাকাশযান ‘আমাল’।পরে চাঁদেও মহাকাশযান পাঠায় তারা। এবার মহাকাশে আরেক আরব দেশও তাদের সঙ্গে টক্কর দিতে আঁটঘাঁট বেঁধে নামতে চাইছে।