রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে বিশেষ সম্মান প্রদান হাসিনা সরকারের৷ বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁও এর বারদি গ্রামে রয়েছে বাম নেতা জ্যোতি বাবুর পৈতৃক ভিটে৷ মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনবার সেই বাড়িতে গিয়েওছিলেন তিনি। ইচ্ছে প্রকাশ করেছিলেন, সেই ভিটে যেন গ্রন্থাগার বা পর্যটন কেন্দ্র হয়ে ওঠে। কথা রাখল হাসিনা সরকার। জ্যোতিবাবুর পৈতৃক বাসস্থান ঘিরে ‘বারদি পর্যটন কেন্দ্র’ চালু করলেন শেখ হাসিনা৷
গ্রন্থাগার, যাদুঘরের পর নারায়ণগঞ্জের ওই বাড়িকেই 'পর্যটন কেন্দ্র' হিসেবে উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন।
ছুটি পেলেই বাবা ডাঃ নিশিকান্ত বসুর ওই বাড়িতে যেতেন বাম নেতা। এখনও বাড়ির পারিবারিক ছবিতে জ্যোতি বাবুর ছবি জ্বলজ্বল করছে। সেই স্মৃতিই বাঁধিয়ে রাখতে চাইছে হাসিনা সরকার। উল্লেখ্য, এই প্রকল্পের জন্য ব্যয় হয়েছে ৩ কোটি ৮৩ লক্ষ ৬৬ হাজার টাকা। দোতলা ভবনে দুটো এসি রুম, রেস্তোরাঁ, স্যুভেনিয়ার শপ, এবং কার পার্কিং ও অন্যান্য ব্যবস্থা রয়েছে।
Bangladesh News : লুকোচুরি খেলতে গিয়ে নিখোঁজ বাংলাদেশের বালক, খোঁজ মিলল মালয়েশিয়ায়
জ্যোতি বসুর পৈতৃক বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে লোকনাথ বাবার সমাধি ক্ষেত্র। বারদি মন্দিরের সম্পাদক শংকর কুমার দে জানান, “ভারত থেকে যাঁরাই লোকনাথ বাবার সমাধিক্ষেত্রে আসেন তাঁরা সবাই একবার করে জ্যোতিবাবুর পৈতৃক ভিটে দেখে যান। এই পর্যটন কেন্দ্র তাঁদের কাছে বাড়তি আকর্ষণ হবে।”