জার্মানির হামবুর্গের গির্জায় বন্দুকবাজের হামলা। বৃহস্পতিবার রাতের এই হামলায় বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এছাড়া জখম হয়েছেন অনেকে। হামবুর্গের ডাউনটাউন এলাকা থেকে কয়েক কিলোমিটার উত্তরে গ্রস বোরস্টেল জেলায় এই ঘটনা ঘটে। তবে হামলার কারণ নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ।
জানা গিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা ১৫ নাগাদ হামলা চালানো হয় ওই এলাকায়। জার্মানির হামবুর্গের খ্রিষ্টান সম্প্রদায় যিহোভা উইটনেসের এক গির্জা (Germany Church) থেকে বিপদ সংকেত পান পুলিশকর্তারা। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই গুলির আওয়াজ থেমে যায় বলে খবর।
আরও পড়ুন- India vs Australia: প্রথম সেশনে কি অলআউট করতে পারবে ভারত, দ্বিতীয় দিন বড় রানের লক্ষ্যে অস্ট্রেলিয়া
হামবুর্গ পুলিশের দাবি, ওই সময় গির্জায় ঠিক কী অনুষ্ঠান চলছিল তা সম্পর্কে সঠিক তথ্য মেলেনি। তবে তাঁরা সেখানে যাওয়ার পর আর গুলির আওয়াজ না পাওয়ায় পুলিশের অনুমান, বন্দুকবাজ পালিয়েছে বা তাঁর মৃত্যু হয়েছে। তবে তাঁরা গুলি চালাননি বলেই জানিয়েছে পুলিশ।