কয়লাখনি বিস্ফোরণে (Coalmine Explosion) মৃত্যু বহু শ্রমিকের। ঘটনাটি ঘটেছে কলোম্বিয়ার (Colombia) বোজাকা প্রদেশে। শনিবার বোজাকা প্রদেশের (Boyaka Province) টাসকো মিউনিসিপ্যালিটির এই কয়লা খনিতে বিস্ফোরণ হয়। জানা গিয়েছে, ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০ জন। এখনও উদ্ধারকাজ চলছে।
রবিবার কলোম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডুকে টুইট করে জানান, 'লা চাপা' খনিতে বিস্ফোরণের ঘটনায় ১০ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। ঘটনাস্থল থেকে আরও পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: বিয়ারের বোতল দিয়ে বোমা তৈরি ইউক্রেনের, উড়িয়ে দেওয়া হয়েছে রাশিয়ান ট্যাঙ্কও
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, উদ্ধারকারী দল বিস্ফোরণ হওয়ার পর খনির ভিতরে গিয়েছেন। ভিতরে কোনও শ্রমিক আছেন কিনা, তা দেখতেই ভিতরে যাচ্ছে উদ্ধারকারী দল।