মাঝ আকাশে দুর্ঘটনার কবলে পড়ল সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমান। লন্ডন থেকে সিঙ্গাপুরগামী ওই বিমানটি টারবুল্যান্সের কবলে পড়ে। প্রবল ঝাঁকুনিতে আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী। একজন যাত্রীর মৃত্যুর কথাও নিশ্চিত করা হয়েছে বিমানসংস্থার তরফে। দুর্ঘটনাগ্রস্ত বিমানটিকে ব্যাঙ্কক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।
উল্লেখ্য, লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের SQ-321 বোয়িং বিমান। বিমানটিতে মোট ২১১ জন যাত্রী এবং ১৮ জন বিমানকর্মী ছিলেন। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, মাঝ আকাশেই ‘টার্বুল্যান্সের’ মধ্যে পড়ে বিমানটি। প্রবল ঝাঁকুনির কারণে বিমানে যাত্রীরা আহত হন। যাঁদের সিটবেল্ট বাঁধা ছিল না, তাঁরা ছিটকে অন্য দিকে চলে যান।
মঙ্গলবার পৌনে চারটা নাগাদ বিমানটিকে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। ইতিমধ্যেই আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।