বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জিতে সাংসদ হলেন ক্রিকেটার সাকিব আল হাসান৷ ক্ষমতাসীন আওয়ামী লীগের টিকিটে নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি৷ মাগুরা-১ আসনে শাকিব পেয়েছেন ১,৮৫,৩৮৮টি ভোট। তাঁর বিরুদ্ধে দাঁড়ানো আইনজীবী কাজী রেজাউল হোসেন পেয়েছেন মাত্র ৫,৯৯৪টি ভোট। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও নির্বাচনে জিতে সাংসদ হয়েছেন
সাকিব তৃতীয় ক্রিকেটার হিসাবে নির্বাচনে জিতে সাংসদ হলেন৷ এর আগে ক্রিকেটার নৈমুর এহসান দুর্জয় এবং মাশরফি মোর্তাজা সাংসদ হয়েছিলেন।
Sandeshkhali Row: শাজাহান কেন গ্রেফতার হলেন না? রাজ্যের কাছে তিনটি প্রশ্ন ক্ষুব্ধ রাজ্যপালের
রাজনীতিতে এলেও ক্রিকেটের ময়দান ছাড়েননি সাকিব। তিনি এখনও বাংলাদেশের সেরা ক্রিকেটার। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামে সাংসদ সাকিব।