পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী (Pakistan new Prime Minister) হলেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ দলের প্রেসিডেন্ট শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। সম্পর্কে তিনি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের (Nawaz Sharif brother) ভাই। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী শাহ মেহমুদ কুরেশি (Shah Mehmood Qureshi) মনোনয়ন পেশ করলেও দলের অন্দরে ভাঙন আঁচ করে আগেভাগেই ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে ওয়াকআউট করার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: 'সব কিছুতে তৃণমূলকে টানা কেন', হাঁসখালির ঘটনা নিয়ে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে কুরেশি সরে দাঁড়ানোর পরে ৭০ বছর বয়সী শাহবাজ শরিফই (Pak PM Shehbaz Sharif) প্রধানমন্ত্রী পদের একমাত্র প্রার্থী হিসেবে ছিলেন। ৩৪২ সদস্যের কক্ষে জেতার জন্য ন্যূনতম ১৭২'টি ভোটের প্রয়োজন। তিন বারের পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফের পক্ষে যায় ১৭৪'টি ভোট।
পাকিস্তানের ২৩ তম প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরিফ (Shehbza Sharif)। এর আগে, তিনবার পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি।
দাদা নওয়াজ শরিফ দেশ ছাড়ার পরে পাকিস্তান মুসলিম লিগের প্রেসিডেন্টের আসনে বসেন তিনি। তখন থেকেই ভাইঝি মরিয়াম শরিফকে নিয়ে দল সামলাচ্ছিলেন। ২০১৮ সালের ১৩ অগস্ট তিনি ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য হন। শাহবাজের নাম প্রস্তাব করেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট আলিফ আলি জারদারি।