Sheikh Hasina : বাধ্য হয়ে পদত্যাগ করেছেন, বাংলাদেশের পরিস্থিতির জন্য দায়ী আমেরিকা, বিস্ফোরক হাসিনা

Updated : Aug 11, 2024 15:51
|
Editorji News Desk

বাংলাদেশের পরিস্থিতির জন্য আমেরিকার উপর দায় চাপালেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বাংলাদেশ থেকে ভারতে আসার পর নয়াদিল্লির অজ্ঞাতবাসে থাকছেন হাসিনা । জানা গিয়েছে, নয়া দিল্লিতে হাসিনার সঙ্গে যাঁদের কথা হয়েছে, সেই সূত্র মারফৎ জানা গিয়েছে, বাধ্য হয়ে পদত্যাগ করেছেন হাসিনা । প্রাক্তন প্রধানমন্ত্রীর দাবি,বাংলাদেশের পরিস্থিতির জন্য দায়ী একমাত্র আমেরিকা । অন্যায়ভাবে আওয়ামি লীগের সরকারকে ক্ষমতাচ্যূত করা হয়েছে ।

শেখ হাসিনা আরও জানিয়েছেন, তিনি দেখতে চাননি 'লাশের মিছিল' । তিনি চাননি দেশের সম্পদ আরও নষ্ট হোক । তাই বাধ্য হয়ে দেশ ছাড়ার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন । আমেরিকার কথা মতো সেন্ট মার্টিন দ্বীপ তাদের হাতে তুলে না দেওয়ার খেসারৎ দিতে হয়েছে শেখ হাসিনাকে । কিন্তু, বাংলাদেশের এই পরিস্থিতি তিনি চোখে দেখতে পারছিলেন না । তবে, আবারও তিনি বাংলাদেশে ফিরে আসবেন, আবারও সরকার প্রতিষ্ঠা করবে আওয়ামি লিগ । এমনটাই আশা প্রকাশ করেছেন হাসিনা ।

এদিকে, হাসিনার পদত্যাগের দিন কয়েকের মধ্যে বিস্ফোরক দাবি করলেন তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, হাসিনা দেশ ছেড়ে ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি । তাই, সংবিধান অনুযায়ী, তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ ত্রী। শুধু তাই নয়, এর পর মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে 'অসাংবিধানিক' বলেও মন্তব্য় করেছেন হাসিনা-পুত্র। সংবাদ সংস্থা রয়টার্সকে তিনি বলেন, “আমার মা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার মতো সময়ই পাননি। তিনি জাতির উদ্দেশে ভাষণ দিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করার সময়ই আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করেছিল। বেরিয়ে আসার সময় আমার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেননি।" তাঁর আরও দাবি, যেভাবে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়াই রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন এবং নয়া অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, তা অবৈধ।

Sheikh Hasina

Recommended For You

editorji | বিদেশ

Bangladesh : কলকাতা কি দখল সম্ভব? সামরিক শক্তিতে কতটা এগিয়ে বাংলাদেশ

editorji | বিদেশ

Syria Crisis: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় দায়িত্ব নিল অন্তর্বর্তীকালীন সরকার, ৭৫ ভারতীয়কে দেশে ফেরাল ভারত

editorji | বিদেশ

Bangladesh News : ভারতের চাপে নতিস্বীকার, সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় ঢাকায় গ্রেফতার ৭০

editorji | বিদেশ

Bangladesh News : চলবে না হাসিনাকে সমর্থন, দিল্লিকে শর্ত দিয়ে বন্ধুত্ব বাংলাদেশের

editorji | বিদেশ

Bangladesh Crisis : বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয়, ঢাকার বৈঠকে দাবি ভারতের, BNP নেতাকে জবাব মমতার