মুজিব কন্যার মুকুটে নয়া পালক। পঞ্চমবারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন ৭৬ বছরের শেখ হাসিনা। পরিসংখ্যান বলছে, বিশ্ব রাজনীতির ইতিহাসের এ এক নয়া ইতিহাস। হাসিনাই প্রথম মহিলা যিনি পঞ্চমবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন। তাঁর বিরাট জয়ে ভেঙে গেল ইন্দিরা গান্ধি, মার্গারেট থ্যাচার, বন্দরনায়েকের যাবতীয় রেকর্ড।
সোমবার ঢাকায় প্রথম সাংবাদিক বৈঠকে আওয়ামি লিগের নেত্রী জানিয়েছেন, তাঁর কাছে ভারত এখনও সেরা বন্ধু। স্মৃতিতে ডুব দিয়ে হাসিনা উল্লেখ করেছেন, ১৯৭১ সালের যুদ্ধের কথা। উল্লেখ করেছেন ১৯৭৫ সালে তাঁকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা। এখনও তিনি দিল্লির কাছে কৃতজ্ঞ বলেই জানান হাসিনা। তাই আগামী পাঁচ বছরে দিল্লির সঙ্গে যাবতীয় সমস্যা মিটিয়ে নিতে বদ্ধ পরিকর তাঁর সরকার।
কেমন হবে আগামী পাঁচ বছরের বাংলাদেশ ? সপাট জবাবে হাসিনা জানিয়েছেন, স্মার্ট বাংলাদেশ তৈরি করা হবে। যার ভিত্তি হবে অর্থনৈতিক উন্নয়ন। জোর দেওয়া হবে খাদ্য প্রক্রিয়াকরণে। দেশের ২৯৯ আসনের মধ্যে হাসিনার আওয়ামি লিগ পেয়েছে ২২২টি আসন। মনে করা হচ্ছে ১৫ জানুয়ারির মধ্যেই পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন শেখ হাসিনা।