গরু পাচারকে (Cow Smuggling Case) কেন্দ্র করে ভারত ও পশ্চিমবঙ্গের রাজনীতি এখন সরগরম । ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গরু পাচার হচ্ছে বলে অভিযোগ । ঠিক এই আবহেই গরু পাচার নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina speaks over Cow Smuggling Case) । তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ভারত থেকে আসা গরুর উপর বাংলাদেশ নির্ভর করে না ।
সোমবার ভারতে আসার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রীর (Bangladesh PM Sheikh Hasina)। তার কয়েক ঘণ্টা আগে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে গরু পাচার নিয়ে নিজের মতামত জানিয়েছেন হাসিনা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারতের গরুর উপর তাঁরা নির্ভর করেন না। তাঁদের দেশের নিজস্ব গরু রয়েছে। তাঁরা নিজেরাই গরুর জোগান বৃদ্ধি করছেন।দেশের অর্থনৈতিক স্বাবলম্বনের জন্য তা জরুরি। তবে, ভারত-বাংলাদেশ সীমান্তে যে গরু পাচার হচ্ছে তা মেনেও নিয়েছেন তিনি ।
আরও পড়ুন, Sheikh Hasina: বাংলাদেশে হিন্দু-নিরাপত্তা সুনিশ্চিত, দিল্লি আসার আগে ঘোষণা হাসিনার
বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিশ্বাস, এই পাচার অবশ্যই বন্ধ হবে । তাঁর কথায়, সীমান্তে গরু পাচার এখন কিছুটা কমেছে । এই বিষয়ে দু’দেশের সীমান্ত রক্ষা বাহিনী নিজেদের মধ্যে নিয়মিত কথা বলছে বলেও জানিয়েছেন হাসিনা। তিনি বলেন, ‘‘গরু পাচারের ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আমি নিশ্চিত করে বলছি, পাচার বন্ধ হবে। এ নিয়ে আলোচনা চলছে। আমিও আলোচনা করব। তবে ভারতকে একটু ধৈর্য ধরতে হবে।’’