বাংলাদেশ সাধারণ নির্বাচনে নিজের কেন্দ্রে জয়ী শেখ হাসিনা। বাংলাদেশের সংবাদমাধ্যম 'প্রথম আলো' এই খবর প্রকাশ করে। ঢাকার গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ-৩ কেন্দ্রে প্রার্থী হিসেবে দাঁড়ান তিনি। ১৯৯১ সাল থেকে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এবার তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা হত ছবারের রেকর্ড ভেঙে দিয়েছে। 'প্রথম আলো' জানিয়েছে ২ লক্ষ ৪৯ হাজার ৯৬২টি ভোট পেয়েছেন তিনি।
রবিবার বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল। সকাল ৮টা থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। বিকেল ৪টে নাগাদ শেষ হয়। মোট ৩০০টি আসনে ভোট হওয়ার কথা ছিল। এক প্রার্থীর মৃত্যুর হওয়ায় নওগাঁ-২ কেন্দ্রের ভোট বাতিল হয়। মোট ২৯৯ কেন্দ্রে নির্বাচন সম্পন্ন হয়েছে।
১৯৯৬ সাল থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনা। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী NPP-এর শেখ আবুল কালাম ৪৬০ ভোট পেয়েছেন। আরও এক প্রার্থী জাকের পার্টির মাহাবুর মোল্যা পেয়েছেন ৪২৫ ভোট। এখনও গণনা চলছে বাংলাদেশের নির্বাচনে।