টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ ডুবোজাহাজের সন্ধানে গিয়ে অবশেষে প্রাণের চিহ্ন খুঁজে পেলেন উদ্ধারকারীরা। তাঁরা বেশ জোরে একটানা কিছু শব্দ শুনতে পেয়েছেন।
তিরিশ মিনিটের ব্যবধানে ওই শব্দ শোনা যাচ্ছে। মার্কিন সরকারের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে। জলের নিচে শব্দ শোনার জন্য ব্যবহৃত 'সোনার' প্রযুক্তি ব্যবহার করে ওই শব্দ শোনা গিয়েছে।
ওই ডুবোজাহাজে আর তিরিশ ঘণ্টা চলার মতো অক্সিজেন রয়েছে৷ উদ্ধারকারীরা জানিয়েছেন, এখনও ডুবোজাহাজে জীবনের চিহ্ন রয়েছে বলেই আশা করা যাচ্ছে।
টাইটান নামক ডুবোজাহাজে চড়ে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলেন কয়েকজন পর্যটক৷ কিন্তু ডুবোজাহাজটি নিখোঁজ হয়ে যায়।