বিশ্বের নানা প্রান্তে নানা রকমের সংস্কৃতি ও জীবনধারা। এক এক স্থানের বাসিন্দাদের জীবনধারণ পদ্ধতি দেখে। আর তার সঙ্গে সম্পর্ক রয়েছে টিভির।
ঘুমোনোর সময় লাইট অফ করে শুতে যাওয়া, মানুষের স্বাভাবিক প্রবণতা। কিন্তু, জানেন কি, এই পৃথিবীতে এমন দেশও আছে, যেখানকার একটি স্থানের বাসিন্দারা সারারাত টিভি চালিয়ে রাখেন? এমনকি শান্তিতে ঘুমোতেও পারেন না তাঁরা!
দক্ষিণ কোরিয়ায় ইয়ংপিয়ং নামে একটি ছোট দ্বীপ রয়েছে। যে দ্বীপটি উত্তর কোরিয়া থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে। উত্তর কোরিয়া এই দ্বীপের উদ্দেশে গোলাগুলিও চালানো হয়েছে। তাই, প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হয় এই দ্বীপের বাসিন্দাদের। শুধু তাই নয়, হামলা থেকে বাঁচতে সেখানকার মানুষ সব সময়ে শেল্টারের ব্যবস্থাও রাখেন।
২০১০ সালেও এই হামলায় কয়েক জন মারা গিয়েছিলেন। এখানকার বাঙ্কারগুলোতে এক সপ্তাহের খাবার, চিকিৎসার জিনিসপত্র, বিছানা, শাওয়ার, এবং গ্যাস মাস্কের ব্যবস্থা থাকে।
এই দ্বীপের মানুষদের সারাক্ষণের আশঙ্কা, একদিন উত্তর কোরিয়া তাদের উপর হামলা চালাতে পারে। এই কারণেই এখানকার মানুষ রাতে লাইট ও টিভি চালিয়ে ঘুমােন। যাতে তাঁরা সজাগ থাকতে পারেন এবং খুব গভীর ঘুম না হয়।