পর্যটকদের ফ্রি ভিসা দেওয়ার নীতি ঘোষণা করল শ্রীলঙ্কা। ভারত-সহ ৭টি দেশের পর্যটকরা এই সুবিধা পাবেন। মঙ্গলবার এই ঘোষণা করেছেন শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী আলি সাবরি। শ্রীলঙ্কার পর্যটনের হাল ফেরাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তাঁদের সরকার।
শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত এই ভিসা নীতি নিয়ে একটি পাইলট প্রকল্প শুরু করা হয়েছে। ভারত, চিন, রাশিয়া, মালয়েশিয়া, জাপান, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের পর্যটকদের শ্রীলঙ্কা ভ্রমণের জন্য কোনও ভিসা লাগবে না। ভিসার জন্য কোনও অর্থও লাগবে না।
শ্রীলঙ্কার পর্যটকদের মধ্যে অন্যতম বড় অংশ ভারত থেকে যায়। গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কা যান ৩০ হাজার ভারতীয় পর্যটক। এরপরই শ্রীলঙ্কায় যান চিনা পর্যটকরা। সেপ্টেম্বর মাসে তাঁদের সংখ্যা ছিল ৮০০০।