শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাক্ষের (Mahinda Rajapaksa) পৈতৃক বাড়ি (Ancestral House) পুড়িয়ে দিল সরকার বিরোধী বিক্ষোভকারীরা । সোমবার রাতে তাঁর হাম্বানটোটার বাড়ি জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা । শুধু তাই নয়, রাজাপাক্ষের কুরুনেগালাযর বাড়িটিও জ্বালিয়ে দেওয়া হয়েছে । মহিন্দা রাজাপাক্ষে ইস্তফা দেওয়ার পরেই অশান্ত হয়ে উঠেছে শ্রীলঙ্কা (Srilanka Crisis) । জনরোষের শিকার হচ্ছেন নেতা-মন্ত্রীরা ।
সোমবার দুপুরেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মাহিন্দা । তারপর থেকেই উত্তাল দ্বীপরাষ্ট্র । একাধিক নেতা-মন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে । হাম্বানটোটার মেদামুলানাতে মাহিন্দা এবং গোটাবায়ার বাবার স্মৃতিতে নির্মিত ডি এ রাজাপাক্ষে মেমোরিয়ালটিও ধ্বংস করেছে সরকার বিরোধী বিক্ষোভকারীরা । এর আগে, মাহিন্দার সমর্থকরা কলম্বোতে মাইনাগোগামা এবং গোটাগোগামায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের উপর হামলা চালায় ।
আরও পড়ুন, Sri Lanka Crisis : নৈরাজ্যের আগুন শ্রীলঙ্কায়, পিটিয়ে খুন সাংসদ, আক্রান্ত রাজাপাক্ষের পৈতৃক বাড়ি
বিক্ষোভকারীরা বাদুল্লা জেলা সংসদ সদস্য তিসা কুট্টিয়ারাচ্চের বাড়িতেও হামলা চালায় । পরে বাড়িতে আগুন লাগিয়ে দেয় । পুট্টলামের সাংসদ সান্তা নিশান্তের বাড়িও সম্পূর্ণ পুড়ে গিয়েছে । শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যম মারফত প্রকাশ্যে আসা ভিডিয়োতে মাউন্ট লাফিনিয়ায় দেশের প্রাক্তন মন্ত্রী জনসন ফার্নান্ডোর বাড়ি জ্বলতে দেখা গিয়েছে । এখনও পর্যন্ত হিংসার বলি হয়েছে দলের সাংসদ-সহ তিন । আহত দেড়শোর বেশি ।
শ্রীলঙ্কায় গত এক মাসের অর্থনৈতিক সঙ্কটাপন্ন পরিস্থিতির জেরে প্রধানমন্ত্রী মাহিন্দার ইস্তফার দাবি তুলেছিল দেশের আমজনতা। অবশেষে সোমবার দুপুরে ৭৬ বছরের রাজাপক্ষে পদত্যাগ করেন। ইস্তফার ঘোষণা করে রাজাপক্ষে বলেন, আমি ইস্তফা দিচ্ছি যাতে দেশের মানুষ একটি সর্বদলীয় সরকার তৈরি করতে পারে, যারা দেশের ভাল-মন্দ দেখবে। আশা করব সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে তৈরি ওই সরকার দেশকে এই অর্থনৈতিক সঙ্কটের মধ্যে থেকে টেনে তুলতে পারবে।’’