Pakistan : প্রযুক্তি নেই, দেখানো গেল না পাক প্রধানমন্ত্রীর লাহোর সফর, বরখাস্ত পিটিভির ১৭ কর্মী

Updated : May 01, 2022 18:18
|
Editorji News Desk

পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Shahbaz Sharif) লাহোর (Lahore) সফরের সম্প্রচারে বিঘ্ন। কর্তব্য গাফিলতির অভিযোগে বরখাস্ত করা হল পাকিস্তান টেলিভিশনের (PTV) ১৭ জন কর্মীকে। জানা গিয়েছে, অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ল্যাপটপের না থাকায় এই কাণ্ড। তার জেরেই ওই ১৭ জনকে বরখাস্ত করা হয়েছে। পাকিস্তানের অন্যতম দৈনিক দ্য ডনের (The Don) দাবি, সাংবাদিকদের এই দলটিকে ইসলামাবাদে প্রস্তুত রাখা হয় সর্বদা। যাতে প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে তাঁরা যেতে পারেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের লাহোর সফরের আগে পিটিভি-র লাহোর কেন্দ্রকে খবর দেওয়া হয়েছিল। তখন তারা টিভি চ্যানেলের সদর দফতরে খবর পাঠায়, প্রধানমন্ত্রীর সফর সম্প্রচারের জন্য অত্যাধুনিক ল্যাপটপের প্রয়োজন। এ বিষয়ে সদর দফতরে একটি চিঠিও লেখে পিটিভি-র লাহোর কেন্দ্রের অধিকর্তা।

১৮ এপ্রিলে সেই চিঠিতে লেখা হয়েছিল, যেহেতু তাদের কাছে ল্যাপটপে সম্পাদনার কোনও প্রযুক্তি নেই, তাই সেই সম্পাদনার কাজের জন্য একটি ল্যাপটপ ভাড়া করা হয়েছে। তাই তাদের এই কেন্দ্রে জন্য স্থায়ী ভাবে একটি ল্যাপটপের ব্যবস্থা করা জরুরি। পিটিভি-র লাহোর কেন্দ্রের অভিযোগ, চিঠি লিখে সব কিছু জানানোর পরেও সদর দফতর থেকে স্থায়ী কোনও ল্যাপটপের ব্যবস্থা করা হয়নি। শুধু তাই নয়, লাহোর কেন্দ্রকে ল্যাপটপ ভাড়া করে কাজ চালানোর পরামর্শও দেওয়া হয় বলে অভিযোগ।

সেই পরামর্শ মতো এক কর্মীর ব্যক্তিগত ল্যাপটপের আয়োজন করেছিল পিটিভি-র লাহোর কেন্দ্র। প্রধানমন্ত্রীর সফর সম্প্রচার করতে গিয়েই বিপত্তি হয়। ল্যাপটপের ব্যাটারি বসে যায়। ফলে সম্প্রচার বন্ধ হয়ে যায়। আর তার কয়েক ঘণ্টা পরই এই সফর সম্প্রচারের দায়িত্বে থাকা ডেপুটি কন্ট্রোলার ইমরান বশির খান-সহ ১৭ কর্মীকে বরখাস্ত করে পিটিভি।

সাধারণত নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর সফরের সম্প্রচারের দায়িত্ব থাকে সাংবাদিকদের একটি বিশেষ দল এবং এক জন সংবাদ প্রযোজকের উপর। সেই দলের হাতে অত্যাধুনিক গ্যাজেট থাকে এবং থাকে যাতে সময় মতো সরাসরি সম্প্রচার করা যায়।

 

 

Shahbaz SharifLahorePakistan

Recommended For You

editorji | বিদেশ

Bangladesh : কলকাতা কি দখল সম্ভব? সামরিক শক্তিতে কতটা এগিয়ে বাংলাদেশ

editorji | বিদেশ

Syria Crisis: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় দায়িত্ব নিল অন্তর্বর্তীকালীন সরকার, ৭৫ ভারতীয়কে দেশে ফেরাল ভারত

editorji | বিদেশ

Bangladesh News : ভারতের চাপে নতিস্বীকার, সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় ঢাকায় গ্রেফতার ৭০

editorji | বিদেশ

Bangladesh News : চলবে না হাসিনাকে সমর্থন, দিল্লিকে শর্ত দিয়ে বন্ধুত্ব বাংলাদেশের

editorji | বিদেশ

Bangladesh Crisis : বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয়, ঢাকার বৈঠকে দাবি ভারতের, BNP নেতাকে জবাব মমতার