'আগে আক্রমণ থামান, তারপর যুদ্ধবিরতি নিয়ে বৈঠক করা বিষয়ে ভাবা যাবে', মঙ্গলবার এই বলেই রাশিয়াকে (Ukraine Russia conflict) একহাত নিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি (Zelensky)।
"বৈঠকে আমার কোনও আপত্তি নেই। কিন্তু তার আগে আমাদের দেশের মানুষের ওপর গোলাবর্ষণ থামাতে হবে। তারপরই বৈঠক হতে পারে", বলেন জেলেনস্কি (Ukraine president Zelensky)।
আরও পড়ুন: সুকান্ত, দিলীপ, শুভেন্দুর গড়ে বিপর্যয় বিজেপির, জিতে মানরক্ষা বিধায়ক হিরণের
চূড়ান্ত নিরাপত্তার ঘেরাটোপে মোড়া সরকারি দফতরে বসে ন্যাটোর (NATO) কাছে আকাশসীমা বন্ধের আর্জি জানান জেলেনস্কি, যাতে রুশ বিমানহানা (No fly zone for Russian flights) রুখে দেওয়া যায়। তার সঙ্গে তিনি এই কথাও মনে করিয়ে দেন যে, এটি ইউক্রেনের (Ukraine) আত্মরক্ষার একটি পথ। এটাকে রাশিয়ার (Russia) সঙ্গে যুদ্ধ ঘোষণার ইঙ্গিত ভাবলে ভুল হবে।
অন্যদিকে, বিশ্বজুড়েই রাশিয়ার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে একের পর এক শক্তিশালী দেশ। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন (Joe Biden) রুশ বিমানের জন্য আমেরিকার আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিলেন।