রাস্তা জুড়ে শুধু জলের স্রোত । কিন্তু, নেই কোথাও বৃষ্টি, প্রাকৃতিক কোনও দুর্যোগ হয়নি । তাহলে এত জল কোথা থেকে আসছে ? সম্প্রতি,নেটমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দেখে ঘুম উড়েছে নেটিজেনদের (Portugal Viral Video ) ।
ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে যেন বয়ে যাচ্ছে লাল নদী । আসলে এ নদী যে সে নয়, রেড ওয়াইনের নদী । ঠিকই দেখছেন । মদের বন্যায় ভাসল পর্তুগালের একটি ছোট্ট গ্রাম । কিন্তু কীভাবে ?
আরও পড়ুন, Rishi Sunak : ঋষিতে মুগ্ধ নেট দুনিয়া, কী করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ?
গ্রামের নাম সাও লোরেনো ডি বাইরো। জানা গিয়েছে, ওই গ্রামে ওয়াইনে ভরা দু’টি ট্যাঙ্ক ফেটে এমন ঘটনা ঘটেছে । প্রায় ২২ লক্ষ লিটারের ট্যাঙ্ক ফেটে গেলে কী হতে পারে, তা প্রমাণ তো পাওয়াই গেল । এদিকে, রেড ওয়াইনের স্রোত যাতে সার্টিমা নদীতে না মেশে, তার জন্য দ্রুত কাজ শুরু হয়েছে ।