মঙ্গলবারের সন্ধ্যা। হঠাৎ করেই লগআউট ফেসবুক, ইনস্ট্রাগ্রাম। কিন্তু কেন ? বিশ্ব জুড়েই কার্যত হইচই শুরু হয়ে যায়। প্রাথমিক ভাবে এর কারণ, এখনও জানা যায়নি। তবে হংকংয়ের এক টেলিকম সংস্থা দাবি করেছে, লহিত সাগরের নীচে তার কেটে দেওয়া হয়েছে। যার জেরেই এই বিপত্তি বলে প্রাথমিক ভাবে মনে করছে ওয়াকিবহাল মহল।
বিশ্বব্যাপী ডাউন হয়েছে ফেসবুক। এছাড়াও ইনস্টাগ্রাম ও ডাউন হয়েছে বলে জানিয়েছেন ব্যবহারকারীরা। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স এ এবিষয়ে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। যদিও এবিষয়ে মেটার তরফে কিছু জানানো হয়নি।
ব্যবহারকারীদের অভিযোগ, মঙ্গলবার রাত ৯টা নাগাদ হঠাৎ ফেসবুক বন্ধ হয়ে যায়। নিজে থেকেই লগ আউট হয়ে যায় অধিকাংশ একাউন্ট। সাইবার বিশেষজ্ঞদের মত, গুগলের একটি সার্ভারের সমস্যার জন্য ফেসবুকের সমস্যা তৈরি হয়েছে।
বিশ্বব্যাপী পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, কয়েক মিনিটের মধ্যে ট্রেন্ড লিস্টের প্রথমে চলে আসে। অনেকে অভিযোগ করেছেন শুধু মেটা না, গুগলের এখাধিক সার্ভিসও সাময়িক বন্ধ হয়েছে।