ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণ, মৃত ১ পুলিশকর্মী। আহত হয়েছেন আরও ৬ জন। ঘটনার তদন্তে নেমছে জঙ্গিদমন বাহিনী। বিস্ফোরণের নিন্দা করেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি।
পুলিশ জানিয়েছে, সকাল সোয়া ১০টা নাগাদ ইসলামাবাদের আই-১০/৪ সেক্টরে একটি গাড়িতে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। সেখানে উপস্থিত এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। ৬ জন গুরুতর জখম হয়েছে। পুলিশ সূত্রে খবর, গাড়িটির মধ্যে ৩ জন পুলিশকর্মী ছিলেন। হামলার দায়স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান জঙ্গি সংগঠন। আহতদের ইসলামাবাদ হাসপাতালে ভর্তি করে হয়েছে। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। যান চলাচলও বিঘ্নিত হয়েছে।