শুধু নামই যথেষ্ট নয়, উল্লেখ করতে হবে সম্পূর্ণ পদবিও তবেই প্রবেশাধিকার মিলবে সংযুক্ত আরব আমিরশাহিতে। সম্প্রতি এই কথাই নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে এই দেশের তরফে। গত ২১ তারিখ থেকেই এই নিয়ম কার্যকরী হওয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। দেশটি তাদের বাণিজ্য সঙ্গী ভারতের এক উড়ান সংস্থাকে এই ফরমানের কথা জানিয়ে দিয়েছে।
বিবৃতি দিয়ে একথা স্পষ্ট করে আমিরশাহি প্রশাসন জানিয়েছে, কোনও ব্যক্তি সেই দেশে ভ্রমণ বা যেকোনও কাজে এলেও তাদের পাসপোর্টে নামের পাশাপাশি পদবি থাকাও আবশ্যিক। অন্যথায় মিলবে না সে’দেশের ভিসা।
তবে একান্তই যারা সেদেশে বেড়াতে যেতে চান কিন্তু কোনওভাবেই পদবির ব্যবহার করতে চান না। সেই গুটিকতক মানুষের জন্য একটি বিশেষ সংস্থান করেছে আমিরশাহি প্রশাসন। সেক্ষেত্রে নামের পাশাপাশি পদবির জায়গায় আবারও নামের উল্লেখ করতে হবে। অর্থাৎ, নামটিই দু’বার উল্লেখ করতে হবে।