যুগান্তকারী আবিষ্কার। চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন সোয়ান্তে পাবো। সোমবার পুরস্কারের কথা ঘোষণা করেন সুইডেনের কারোলিনস্ক ইনস্টিটিউটের নোবেল কমিটির সেক্রেটারি টমাস পার্লম্যান। মানবজাতির বিবর্তন নিয়ে গবেষণা করার জন্য পাবোকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। পুরস্কার মূল্য হিসেবে তিনি পাবেন ১ কোটি সুইডিশ ক্রাউন্স। যা ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭ কোটি ৩৬ লক্ষ ৫৩ হাজার ৭০৫ টাকা।
মানুষের বিলুপ্ত পূর্বসূরী নিয়োনাডারথালের জিনোমের সঙ্গে মানুষের বর্তমান জিনোমের পার্থক্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন তিনি। এই গবেষণার মাধ্যমে তিনি জানতে পেরেছেন ওই বিলুপ্ত প্রজাতি থেকে জিন ট্রান্সফার হয়ে এসেছে বর্তমান মানব প্রজাতির শরীরে। বর্তমানে তিনি মানব প্রজাতির আরো এক পূর্বসূরী হোমিনিন নিয়েও গবেষণা করছেন। তাঁর এই গবেষণা পরিবর্তনশীল অতীতের ক্ষেত্রে নয়া দিগন্ত উন্মোচন করেছে বলে তাঁকে এই বিশেষ সম্মানে ভূষিত করেছে কমিটি।
সোমবার শরীর বিদ্যায় নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার পদার্থবিদ্যা, বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্য পুরস্কার দেওয়া হবে। ২০২২ সালের নোবেল শান্তি পুরস্কার ঘোষনা করা হবে শুক্রবার এবং অর্থনীতি পুরস্কার ঘোষণা করা হবে ১০ অক্টোবর সোমবার।