দৈহিক উচ্চতার জন্য দুবার তাঁকে ফিরিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। বর্তমানে ইউক্রেনের সেনাবাহিনীর হয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়ছেন কোয়েম্বাটুরের ২১ বছরের সৈনিকেশ রবিচন্দ্রন।
২০১৮ তে ইউক্রেনে খারকিভের ন্যাশনাল এরোস্পেস ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়তে গেছিলেন সৈনিকেশ। এ বছরই কোর্স সম্পূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই হানা দিল রাশিয়া। সেই সময়েই ইউক্রেনের আধা সামরিক বাহিনীতে যোগ দেন তিনি।
ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতিতে সৈনিকেশের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেন তাঁর বাবা-মা। ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ছেলের খোঁজ পান।
দেশের হয়ে লড়ার ইচ্ছে সৈনিকেশের বরাবর। ভারতীয় সেনাবাহিনীর হয়ে লড়তে পারেননি। মার্কিন যুক্তরাষ্ট্রও ফিরিয়েছে। সৈনিকেশের মতো সুইডেন, লিথুয়ানিয়া, ব্রিটেন, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরাও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের হয়ে লড়ছেন।