এবার এইচআইভি-এইডসের মোকাবিলার জন্যও এসে গেল ভ্যাকসিন! যা বদলে দিতে পারে চিকিৎসা বিজ্ঞানের পুরো ধাঁচটাই। অন্তত এমনটাই দাবি করছেন ইজরায়েলের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সম্পূর্ণ নষ্ট করে দেয় হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস বা এইচআইভি, চিকিৎসা না করালে এই ভাইরাস থেকে তৈরি হয় অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম।
এখনও পর্যন্ত এই রোগের কোনও চিকিৎসা নেই গোটা দুনিয়াজুড়ে। বছরের পর বছর ধরে বহু গবেষণা করেও তেমনভাবে আশার আলো এখনও জাগাতে পারেননি বিজ্ঞানীরা। তবে, এই কয়েকজন গবেষকের দাবি অনুযায়ী, তাঁরা এমন একটি ইঞ্জেকশন দেবেন, যার ফলে এইচআইভি ভাইরাস ধ্বংস তো হবেই তার সঙ্গে রোগীর শরীরের অবস্থারও উন্নতি হবে।
আরও পড়ুন : Blood Group and Heart Attack : কোন ব্লাড গ্রুপের হার্ট অ্যাটাকের প্রবণতা বেশি ? কী বলছে গবেষণা ?
আমেরিকা ও ইজরায়েলের গবেষকদের যৌথ প্রচেষ্টায় করা এই গবেষণাটি প্রকাশিত হয়েছে নেচার জার্নালে।
জানা গিয়েছে, এখনও পর্যন্ত শরীরে এইচআইভি সংক্রমণ যে স্থান থেকে শুরু হয়, সেই টাইপ বি শ্বেতকণিকাদের প্রভাবিত করে ভাইরাস সংক্রমণের পথ রোধ করার ব্যাপারে প্রাথমিক সাফল্য পাওয়া গিয়েছে।