রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) যুদ্ধে সবথেকে বেশি প্রভাব পড়ছে শিশুদের উপর । যুদ্ধের কারণে নিজের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে । স্কুল বন্ধ, পড়াশোনায় ক্ষতি হচ্ছে । বলতে গেলে একপ্রকার অন্ধকারে রয়েছে ইউক্রেনের শিশুদের (Ukraine Children) ভবিষ্যত । এই পরিস্থিতিতে ইউক্রেনের শিশুদের পাশে দাঁড়ালেন টেনিস তারকা রজার ফেডেরার (Roger Federer) । শিক্ষার জন্য ৫ লাখ মার্কিন ডলার দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি ।
টুইটারে টেনিস তারকা জানিয়েছেন, ইউক্রেনের শিশুরা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারেন, সেটা নিশ্চিত করার জন্য এই পরিমাণ অর্থ দান করবে ফেডেরারের ফাউন্ডেশন । ইউক্রেনের প্রায় ৬০ লক্ষ শিশু, যাঁরা যুদ্ধের পরিস্থিতির কারণে স্কুলে যেতে পারছেন না, তাঁদের সাহায্য করবেন ফেডেরার ।
ফেব্রুয়ারির শেষ থেকে ইউক্রেনে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া । একের পর এক ঘর-বাড়ি স্কুল, কলেজ ধ্বংস হচ্ছে । এরই মাঝে রাশিয়াকে হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি । তাঁর দাবি, শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনাই নিজের ক্ষতি রুখতে রাশিয়ার কাছে একমাত্র পথ ।