মানুষের কাজে সাহায্য করার জন্য রোবট, মানুষকেই আঁচড়ে দিল! এমনটাই ঘটেছে বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্কের সংস্থা টেসলায়। জানা গিয়েছে, আমেরিকার টেক্সাসে এই গাড়ি প্রস্তুতকারক সংস্থার কারখানায় তিনটি রোবটকে রাখা হয়েছিল কর্মীদের সাহায্য করার জন্য। সেই তিনটির মধ্যে একটি রোবট আচমকা কৃত্রিম নখ দিয়ে আঁচড়ে দেয় একজন কর্মীকে।
তবে, সংস্থার পক্ষ থেকে যে রিপোর্টে এই ঘটনাটি প্রকাশ করা হয়েছে, সেখানে জানানো হয়েছে যে, সংশ্লিষ্ট ঘটনাটি ঘটেছিল ৩ বছর আগে। টেক্সাসের ওই কারখানায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতেন আক্রান্ত কর্মী। তাঁর কাজ ছিল নতুন অ্যালুমিনিয়াম পাত কেটে তা নতুন গাড়িতে ব্যবহার করা। ঘটনার দিন দু’টি রোবটকে নিষ্ক্রিয় করে রাখা ছিল। আর তৃতীয় রোবটটি আংশিকভাবে কার্যকর ছিল। সেই রোবটটিই ওই কর্মীকে আঁচড়ে রীতিমতো রক্ত বার করে দেয় বলে জানানো হয় রিপোর্টটিতে।
আক্রান্ত কর্মীকে হাসপাতালেও নিয়ে যেতে হয় তড়িঘড়ি। যদিও, এই গোটা বিষয়টি নিয়ে টেসলার পক্ষ থেকে প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি।