শীত আসছে, আর এখনই ঘুরতে যাওয়ার ভরা মরসুম। পর্যটকদের আকর্ষণ করার জন্য নয়া উদ্যোগ থাইল্যান্ডের। ভারত এবং তাইওয়ানবাসীর জন্য সুখবর। সম্প্রতি থাইল্যান্ড সরকার সিদ্ধান্ত নিয়েছে, ২০২৩ এর ১০ নভেম্বর থেকে ২০২৪ সালের ১০ মে পর্যন্ত কোনও ভারত এবং তাইওয়ান থেকে আসা পর্যটক থাইল্যান্ড ভ্রমণে এলে কোনও ভিসার প্রয়োজনীয়তা নেই। সরকারের পক্ষ থেকে মঙ্গলবার এই কথা জানিয়েছে থাইল্যান্ড সরকার।
Inzamam-ul-Haq: ইস্তফার কয়েক ঘণ্টার মধ্যেই ফিরতে চাইলেন ইনজামাম , তবে একটি শর্তে, কী সেটা?
ভারত এবং তাইওয়ানের পর্যটকেরা ৩০ দিনের জন্য কোনও ভিসা ছাড়াই থাইল্যান্ড ভ্রমণে আসতে পারে, এদিন এমনটাই জানানো হয়েছে থাইল্যান্ড সরকারের তরফে।
Priyadarshini Mallick: সচিব পদে দায়িত্ব নেওয়ার পর প্রথম, জ্যোতি কন্যা প্রিয়দর্শিনীর নামে বেরোল নির্দেশিকা
মালয়েশিয়া, চীন এবং দক্ষিণ কোরিয়ার পরে থাইল্যান্ড ভ্রমণে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারতীয়রা। চলতি বছরে প্রায়, 1.2 মিলিয়ন ভারতীয় থাইল্যান্ড ভ্রমনে গিয়েছেন বলে খবর।