হিজাবের পর এবার মুসলিম মেয়েদের সরকারি স্কুলে বোরখা বা আবায়া পরা নিষিদ্ধ করল ফ্রান্স। রবিবার ফরাসি শিক্ষামন্ত্রী একথা জানান। সেপ্টেম্বর থেকে স্কুলগুলিতে শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। তার আগেই এই কথা ঘোষণা করা হয়। আগামী ৪ সেপ্টেম্বর থেকে স্কুলগুলিতে এই নিয়ম লাগু হবে।
Mamata Banerjee: ভোটের আগে গ্রেফতার হতে পারেন অভিষেক, মেয়ো রোডে কেন বললেন মমতা ?
২০০৪ সালে স্কুলে মেয়েদের হিজাব পরা নিষিদ্ধ করা হয়েছিল। ফ্রান্সের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটাল এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘স্কুলে আবায়া পরা যাবে না। কেউ ক্লাসে এলে যেন তাদের পোশাক দেখে ধর্ম না বোঝা যায়। ‘ এই ধরণের পোশাক ধর্মনিরপেক্ষতার আইন লঙ্ঘন করে বলেই মত তাঁর।