ভেঙে পড়ল আমেরিকার বাল্টিমোরের বিখ্যাত সেতু 'ফ্রান্সিস স্কট কি'। একটি মালবাহী জাহাজের ধাক্কায় সেতুটি ভেঙে পড়ে প্যাটাপসকো নদীতে। এই সেতুর ভেঙে পড়ার ছবি ও ভিডিয়ো অচিরেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাল্টিমোর বন্দর থেকে ছাড়া ওই মালবাহী জাহাজটি সেতুতে ধাক্কা মারার পর, অতিকায় সেতুটির একটি বড় অংশ ভেঙে পড়ে নদীতে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল।
এখনও পর্যন্ত দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির কোনও তথ্য প্রশাসনের তরফে জানানো হয়নি। তবে সংবাদমাধ্যমের দাবি, অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন। ভাইরাল হয়ে গিয়েছে সেতু ভেঙে পড়ার ভিডিয়োও। তাতে দেখা যাচ্ছে, মালবাহী জাহাজের ধাক্কা লাগার পর কীভাবে ভেঙে পড়লে 'ফ্রান্সিস স্কট কি'-র অংশটি। ভিডিয়োটি শেয়ার হওয়ার পর তা দেখে চমকে উঠেছেন নেটিজেনরাও।