Pelosi's Taiwan visit: পেলোসির তাইওয়ান সফর নিয়ে বিতন্ডা চরমে, মার্কিন দূতকে জরুরি ভিত্তিতে তলব করল চিন

Updated : Aug 10, 2022 12:14
|
Editorji News Desk

চিনের (China) কড়া হুঁশিয়ারির পরও তাইওয়ানে গিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি (Nancy Pelosi)। 
তাইওয়ানের (Taiwan) পার্লামেন্টে যুক্তরাষ্ট্রের (USA) অন্যতম এই শীর্ষ নেতাকে স্বাগত জানান পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট সাই খাই চং। আর এই পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার গভীর রাতে চিনের মার্কিন দূত (US ambassador) নিকোলাস বার্নসকে জরুরি ভিত্তিতে তলব করলেন চিনের উপ-বিদেশমন্ত্রী জি ফেং।

মঙ্গলবার রাতে ন্যান্সি পেলোসি (Nancy pelosi Taiwan visit) নির্ধারিত সময়ের কিছুটা আগেই তাইপেতে এসে পৌঁছান। স্থানীয় সময় ১০টা ৪৪ মিনিটে তাঁর বিমান তাইপের মাটি স্পর্শ করে। মার্কিন সামরিক বাহিনীর একটি বিমানে করে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে তিনি তাইপেতে এসে পৌঁছন।

আরও পড়ুন: জল্পেশকাণ্ডে শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর, মৃত ও আহতদের পরিবারদের ক্ষতিপূরণ ঘোষণা

আমেরিকার কংগ্রেসের (US Congress) নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার এবং তাঁর সফরসঙ্গীদের বিমান অবতরণের সময় বিমানবন্দরের আলো কমিয়ে দেওয়া হয় বলে সূত্রের খবর। ঘটনাচক্রে, সে সময়ই তাইওয়ানের (Taiwan) আকাশসীমার কাছে চিনা যুদ্ধ বিমানের উপস্থিতি নজরে আসে। তাই নিরাপত্তার কারণেই এমনটা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

চিনা হুমকির প্রেক্ষিতে পেলোসির (Nancy Pelosi) সফরের আগেই নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় হয় আমেরিকার নৌ এবং বায়ুসেনা। মঙ্গলবার রাতে মালয়েশিয়া থেকে তাইপেইয়ের উদ্দেশে রওনা দেন পেলোসি-সহ আমেরিকার কংগ্রেসের (USA Congress) প্রতিনিধিদলের সদস্যেরা। তাঁদের সুরক্ষা জাপানের বিমানঘাঁটি থেকে উড়ে তাইওয়ানের আকাশসীমায় পৌঁছয় আমেরিকার বিমানবাহিনীর ফাইটার জেটের একটি স্কোয়াড্রন।

আরও পড়ুন: মমতার মন্ত্রিসভায় বাবুল সুপ্রিয়, রদবদলে আরও নতুন মুখ

চিনা বিদেশ দফতরের মুখপাত্র ঝাও লিজিয়ন গত সপ্তাহে বলেছিলেন, ‘‘সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য সমস্ত রকম পদক্ষেপ করব আমরা।’’ এর পর এক ধাপ এগিয়ে চিনা প্রতিরক্ষা দফতরের মুখপাত্র ট্যান কেফেই তাইওয়ানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেন। পেলোসির তাইওয়ান সফর সম্পর্কে কার্যত হুমকি দিয়ে তিনি বলেন, ‘‘আমাদের সেনা কিন্তু চুপ করে বসে থাকবে না।’’ এই পরিস্থিতিতে চিন হুঁশিয়ারি উপেক্ষা করে পেলোসির তাইওয়ান সফর কূটনৈতিক এবং সামরিক দিক থেকে ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে।

শুধু আকাশপথ নয়, পেলোসির (Nancy Pelosi Taiwan visit) সফরের আগে তাইওয়ানের জলসীমার কাছে পৌঁছে গিয়েছে আমেরিকার চারটি যুদ্ধজাহাজও। এই তালিকায় রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস রোনাল্ড রেগন।

TaiwanChinaNancy PelosiUS

Recommended For You

editorji | বিদেশ

Bangladesh : কলকাতা কি দখল সম্ভব? সামরিক শক্তিতে কতটা এগিয়ে বাংলাদেশ

editorji | বিদেশ

Syria Crisis: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় দায়িত্ব নিল অন্তর্বর্তীকালীন সরকার, ৭৫ ভারতীয়কে দেশে ফেরাল ভারত

editorji | বিদেশ

Bangladesh News : ভারতের চাপে নতিস্বীকার, সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় ঢাকায় গ্রেফতার ৭০

editorji | বিদেশ

Bangladesh News : চলবে না হাসিনাকে সমর্থন, দিল্লিকে শর্ত দিয়ে বন্ধুত্ব বাংলাদেশের

editorji | বিদেশ

Bangladesh Crisis : বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয়, ঢাকার বৈঠকে দাবি ভারতের, BNP নেতাকে জবাব মমতার