আজীবন কৃত্রিম মেধার (Artificial Intellegence) সঙ্গে কাজ করেছেন। স্বীকৃতি ও পুরস্কারও পেয়েছেন অনেক। এখন নিজেই নিজের কাজের জন্য অনুশোচনা করছে কৃত্রিম মেধার জনক জিওফ্রে হিন্টন। ভয় পাচ্ছেন, এই কৃত্রিম মেধার জন্য ভবিষ্যতে কী পরিস্থিত তৈরি হতে পারে, তা ভেবে। এর অপকারিতা ও ঝুঁকি নিয়ে খোলামেলা কথা বলায় গুগল (Google) থেকে পদত্যাগও করেছে কৃত্রিম মেধার 'গডফাদার'।
২০১৮ সালে এআই নিয়ে যুগান্তকারী কাজের জন্য 'টুরিং অ্য়াওয়ার্ড' পেয়েছেন হিন্টন। নিউ ইয়র্ক টাইমসের একটি সাক্ষাৎকারে হিন্টন জানিয়েছেন, ভুয়ো ছবি ও খবর তৈরিতে যেভাবে এআই ব্যবহার করা হচ্ছে, তা উদ্বেগজনক। প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় অপব্যবহারকে ঠেকানো অসম্ভব বলেও দাবি হিন্টনের।
আরও পড়ুন: চাকরির বাজারে ফের ছাঁটাইয়ের কালো মেঘ? কাজ হারাতে পারেন ৮ কোটি ৩০ লাখ মানুষ
কর্মসংস্থানের উপর কৃত্রিম মেধার কুপ্রভাব নিয়েও উদ্বিগ্ন হিন্টন। তিনি জানান, এআই-এর নিজস্ব ভাবে কাজ করার ক্ষমতা আছে। মানুষের বুদ্ধিমত্তাকেও ছাপিয়ে যেতে পারে। ফলে বিশ্বে বিভিন্ন সংস্থায় কর্মীছাঁটাই বাড়তে পারে বলেও স্বীকার করেছেন হিন্টন।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১০ বছর আগে গুগলে যোগ দেন হিন্টন। সংস্থা ছাড়ার পর তিনি লেখেন, কৃত্রিম মেধা নিয়ে তৈরি হওয়া সঙ্কটজনক পরিস্থিতি নিয়ে যাতে কথা বলা যায়, তাই তিনি গুগল ছেড়েছেন। তবে এআই ব্যবহারের ক্ষেত্রে গুগল দায়িত্ব নিয়ে কাজ করছেন।