আন্দোলনের আগুনে জ্বলছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনার ইস্তফার পরেই সে দেশের বিভিন্ন কোণ থেকে আওয়ামী লিগের সাংসদ এবং সমর্থকদের উপর হামলার অভিযোগ করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন বাংলাদেশের দুই তারকা। একজন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক ও আওয়ামী সাংসদ মাশরফি বিন মোর্তাজা। আর অন্যজন আর এক সাংসদ এবং বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক শাকিব-আল-হাসান।
জানা গিয়েছে, নরাইলে মাশরফির বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই কেন্দ্র থেকেই গত বাংলাদেশ নির্বাচনে আওয়ামী লিগের টিকিটে জয়ী হয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। সোমবার রাতে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। কারণ, ওই সময় ঢাকায় ছিলেন মাশরফি। আন্দোলনকারীদের এই আচরণে হতাশ বাংলাদেশ ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক।
একজন সাংসদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, ঢাকায় পুড়িয়ে দেওয়া হয়েছে আর এক সাংসদের পার্টি অফিস। তিনি আওয়ামী লিগের সাংসদ শাকিব-আল-হাসান। কিন্তু দেশের বাইরে থাকায় শাকিবের কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। ঢাকা পুলিশ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় একাধিক জায়গায় তাণ্ডব চালিয়েছে আন্দোলনকারীরা। তার জেরে শেরাপুরা থেকে জেল ভেঙে পালিয়েছে প্রায় পাঁচশো জন বন্দি। পরিসংখ্যানে দাবি, গত ২১ দিনে বাংলাদেশে আন্দোলনের জেরে প্রাণ হারিয়েছেন প্রায় ৪৪০ জন।