বিশ্বের একাধিক জায়গায় যখন সমকামি , সমপ্রেমীদের অধিকার রক্ষার লড়াই চলছে। তখন ইরাকে পাস হয়ে গেল এক নতুন আইন। সমকামি সম্পর্কে জড়ালে ১৫ বছরের সাজা পেতে হবে। ওই দেশে সমকামিতাকে অপরাধের পর্যায়ে ধরা হবে। ওই দেশের সরকারের দাবি, ধর্মীয় মূল্যবোধকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই আইন পাশের পর থেকেই শুরু হয়ে গিয়েছে জোর সমালোচনা।
সারা বিশ্বে ইরাকের এই আইনের বিরোধিতা চলছে। এলজিবিটি সম্প্রদায় এবং পশ্চিমা দেশগুলি এটিকে মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করেছে। ইরাকের এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলি।
আগে প্রস্তাব আনা হয়েছিল, সমকামিদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। পরে সেই সাজা ১৫ বছরের করা হয়। শুধু তাই নয় রূপান্তরকামীদের জন্যেও শাস্তির ধারা আনা হয়েছে। লিঙ্গ বদলকারী কিংবা ‘নারীদের বেশ ধারণকারী’দের ১ থেকে ৩ বছরের জেল, অথবা ৬ লক্ষ ৮৬ হাজার টাকা জরিমানাও ধার্য করা হয়েছে।