ভিন্সির আগমনে পৃথিবী ছুঁল ৮০০ কোটি। ফিলিপিন্সের রাজধানী ম্য়ানিলা। ঘড়ির কাঁটায় স্থানীয় সময় রাত দেড়টা। এক বেসরকারি হাসপাতালে মাতৃগর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ট হল ভিন্সি। এই মহাপৃথিবীতে তাকেই বলা হচ্ছে ৮০০ কোটিতম মানব সম্পদ। নিখুঁত না হলেও, ভিন্সিকেই প্রতীক হিসাবে ধরা হচ্ছে। তার জন্মের পরেই শুরু হয় উল্লাস। সোশাল মিডিয়ায় মায়ের সঙ্গে ভিন্সির ছবিও পোস্ট করা হয়। ওই হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, এই মাইলফলকের জন্য তাঁদের দু ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। ভিন্সির আগমনের পর মা ও সন্তান দু জনেই ভাল আছে বলে হাসপাতাল সূত্রে খবর।
১৯৭৪ সালে বিশ্বের জনসংখ্য়া ছিল ৪০০ কোটি। দেখা যাচ্ছে মাত্র ৪৮ বছরে তা দ্বিগুণ হল। গত ১১ জুলাই বিশ্ব জনসংখ্য়া দিবসে একটি রিপোর্ট পেশ করেছিল রাষ্ট্রসংঘ। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, ২০৫০ সালে বিশ্বের জনসংখ্য়া হবে ৯৭০ কোটি। রাষ্ট্রসংঘের ওই রিপোর্টে এও উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালেই জনসংখ্যার নিরিখে চিনকে ছাপিয়ে যাবে ভারত। দু দেশের জনসংখ্যা এখন ১৪০ কোটি। চিনের থেকে এখন ভারতের জনসংখ্য়ার বৃদ্ধির হার বেশি। তাই এক বছরের মধ্যে ছবি বদলে যেতে পারে বলেই দাবি রাষ্ট্রসংঘের রিপোর্টে।
ভারতের কী করবে, চিনকে ছাপিয়ে যেতে পারবে কীনা, এসব ভবিষ্যতের কথা। বর্তমানে দাঁড়িয়ে এখন ভিন্সিকে নিয়েই মেতে আছে ম্য়ানিলা। ভিন্সির মা মারিয়া মার্গারেট ভিলোরেন্তে জানিয়েছেন, তাঁর সন্তানকে বিশ্বের ৮০০ কোটিতম মানুষ বলে বিবেচনা করা হচ্ছে বলে তিনি আনন্দিত।