দেশ আলাদা, সময় আলাদা, জায়গা আলাদা। কিন্তু বিপর্যয় এক। আর এই বিপর্যয়ে এখন এক মেরুতে তুরস্ক ও সিরিয়া। এক মেরুতে ১২ বছরের সাবিয়া আর ১০ বছরের ওমর। একজন ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে মাকে খুঁজছে আর অন্যজন ধ্বংসস্তূপের মধ্যে নিজের প্রাণকে ধরে রেখেছিল প্রায় দু ঘণ্টা।
রবিবার মধ্য রাতে প্রকৃতি যখন তুরস্কের ভাগ্যকে নড়িয়ে দিল, হাতিয়া শহরের বাড়িতেই ঘুমছিল ছোট্ট সাবিয়া। ঘুমের মধ্যেই বিকট শব্দ পেয়েছিল। চোখ খুলেছিল ধোঁয়া আর ধুলোর মধ্যে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। বাইরে থেকে আসছিল যন্ত্রের বিকট শব্দ। অবশেষে মিনিট দশেক পর চাঙড়ের পাহাড় সরিয়ে ফের পৃথিবীর আলো দেখল। আর জিগ্যেস করল, তার মা কোথায় ?
সীমান্ত পেরিয়ে সিরিয়া। ছবিটা একই। বদলে গিয়েছে শুধু চরিত্র। কংক্রিটে জঙ্গল মাথায় নিয়ে ঢাকা পড়েছিল ছোট্ট ওই ছেলেটা। প্রায় দু ঘণ্টা আটকে ছিল এই ধ্বংসলীলার মধ্যে। বাবা-মা একটাই প্রশ্ন ছিল, তাঁদের ওমর কোথায় ? ১০ বছরের ছেলেটাকে কেউ দেখেছে কী ? শেষ পর্যন্ত উদ্ধার হয়েছে ওমর। প্রাণ ফিরে পেয়েছে পরিবার।