শীতের মধ্যে নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা। জেএন-ওয়ান নতুন এই প্রজাতির মাধ্যমে ফের নতুন করে হামলা শুরু করছে। এই পরিস্থিতিতে ফের প্রতিটি দেশের কাছে সতর্কবার্তা পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রবিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, করোনা আক্রান্তদের মধ্যে ৬৮ শতাংশের দেহে রয়েছে এক্সবিবি উপরূপ। শীতের দাপটে এই রোগ আরও বাড়তে পারে বলেও হু মনে করছে।
ইতিমধ্যেই ভারতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব বলছে, ৩৩৫ জনের শরীরে এই ভাইরাসের হদিস মিলেছে। গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চার জন কেরলের বাসিন্দা। এক জন উত্তরপ্রদেশের। এখনও পর্যন্ত কেরলে একজনের শরীরে জেএন-ওয়ান পাওয়া গিয়েছে।
এই বছরের সেপ্টেম্বর মাসে নতুন করে করোনার হদিশ মেলে। হদিশ পাওয়া যায় আমেরিকায়। চিনে জেএন ওয়ান চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাত জনের শরীরে মিলেছে এই ভাইরাস।