ইউক্রেনের(Ukraine) রাজধানী কিয়েভে(Kyiv) নেই আর কোনও ভারতীয়(Indians)। রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে(Russia-Ukraine conflict) এক ভারতীয় ছাত্রের মৃত্যুর কয়েক ঘণ্টা পরেই মোদী সরকারের(Modi Govt.) পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার ইউক্রেন ইস্যুতে(Ukraine issue) জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। বৈঠকের পরেই সরকারের তরফে এই ঘোষণা করা হয়। মিসাইল হামলায় মৃত ২১ বছরের ভারতীয় ছাত্র নবীন শেখরাপ্পা জ্ঞানগোদারার(Naveen Shekharappa Gyanagoudar) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)।
ভারতের বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা(Harsh Vardhan Shringla) সংবাদমাধ্যমকে জানান, ইউক্রেনে(Ukraine) বসবাসকারী ২০ হাজার ভারতীয়ের মধ্যে ইতিমধ্যেই প্রায় ১২ হাজার ভারতীয়(Indians) ইউক্রেন ছেড়েছেন। বাকি ৮ হাজারের মধ্যে ৪ হাজার মানুষ এখনও উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে আটকে আছেন। বাকি ৪ হাজারের মধ্যে বেশিরভাগই ইউক্রেনের পশ্চিম সীমান্তে পৌঁছে গেছেন অথবা সেদিকে রওনা দিয়েছেন।
আরও পড়ুন- Russia Ukraine War: তাস খেলতে খেলতে জাতীয় সঙ্গীত একদল বাচ্চার, ইউক্রেনের বোমা শেল্টারের ভিডিও ভাইরাল
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন(Ukraine) থেকে ভারতীয়দের(Indians) দেশে ফেরানোর উদ্দেশ্যে সরকার আগামী তিনদিনের মধ্যেই ২৬টি বিমান পাঠানোর পরিকল্পনা নিয়েছে। বিদেশসচিব শ্রিংলা(Harsh Vardhan Shringla) জানিয়েছেন, ইউক্রেন(Ukraine) এবং রাশিয়ার(Russia) রাষ্ট্রদূতের সঙ্গে 'জরুরি নিরাপদ পথ' নিশ্চিত করতে তাঁদের কথা হয়েছে।