যুদ্ধবিধ্বস্ত গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সম্পূর্ণ ফুরিয়ে গিয়েছে। তাই বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। অন্ধকারে ডুবে গিয়েছে প্যালেস্টাইনের এই শহর। সেই সঙ্গে চলছে ইজরায়েলের লাগাতার বোমাবর্ষণ। জল নেই, বিদ্যুৎ নেই, ইন্টারনেট নেই- যুদ্ধবিধ্বস্ত গাজা কার্যত নরককুণ্ডে পরিণত হয়েছে।
বিদ্যুতহীন গাজায় এখন একমাত্র ভরসা ডিজেল চালিত জেনারেটর। দুর্বিসহ অবস্থায় রয়েছেন গাজার বাসিন্দারা। মোবাইল ফোন চার্জ দিতে পারছেন না। গোটা শহরে জল সরবরাহ বন্ধ। কোনও বহুতলে লিফ্ট বা অন্য কোনও বিদ্যুৎচালিত যন্ত্র কাজ করছে না।
Israel-Hamas war : হামাসের বিরুদ্ধে যুদ্ধে এবার ইজরায়েলকে অস্ত্র দিয়ে সাহায্য আমেরিকার
বুধবার স্থানীয় সময় দুপুর দু'টো নাগাদ গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটির জ্বালানি ফুরিয়ে আসে। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। ইতিমধ্যেই অসংখ্য মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।