একজন পুরুষ ৮২ বছর বেঁচেছিলেন৷ কিন্তু কোনও নারীর মুখদর্শন করেননি। এমনও হয়! অবিশ্বাস্য বলে মনে হতে পারে। কিন্তু এটাই সত্যি৷
ভদ্রলোকের নাম মাইকেল টোলোটোস। ১৮৫৬ সালে জন্ম। জন্মের ঘণ্টা চারেকের মধ্যেই তাঁর মা মারা যান৷ পরিবারে আর কেউ ছিল না। এমনকি বাবাও নয়। সদ্যোজাত শিশুটি পড়েছিল মাউন্ট অ্যাথোসের একটি মঠের ধারে। তাকে দেখতে পেয়ে মঠে নিয়ে আসা হয়। সেখানেই সে বড় হয়। পড়াশোনা করে। যুক্ত হয়ে পড়ে মঠের কাজকর্মে।
Indo Canada Relation: কানাডায় বাড়ছে ভারত বিরোধী কার্যকলাপ, প্রবাসীদের সতর্ক করে বিবৃতি কন্দ্রের
কিছুদিন পরে একটি নিয়ম জারির মাধ্যমে ওই মঠে মহিলাদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ হয়। অন্যদিকে টোটোলোসও কখনও মঠের বাইরে বেরোতেন না৷ মঠের মধ্যেই তাঁর জীবন। সেখানেই তাঁর বয়স বাড়ে। যৌবন গত হয়। ক্রমশ মধ্যবয়স পেরিয়ে প্রৌঢ়ত্ব, অবশেষে বৃদ্ধ হন তিনি৷ দীর্ঘ জীবনে কখনও মঠের বাইরে পা রাখেননি। ১৯৩৮ সালে ৮২ বছর বয়সে প্রয়াত হন। তখনও তিনি কোনও মহিলার মুখ দেখেননি।