একবার নয়, খানিকক্ষণের ব্যবধানে তিনবার। আর তাতে কেঁপে গেল আফগানিস্তান। ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৬.১, ৫.৬ ও ৬.২ । এই ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম প্রায় ১০০। দুটি সংখ্যাই বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।
জানা গিয়েছে, ভূমিকম্পের উৎস্যস্থল হেরাত শহর থেকে ৪০ কিমি উত্তরপশ্চিমে। স্থানীয় সময় দুপুর ১২টায় প্রথম কম্পন অনুভূত হয়েছিল। এরপর পর দুবার কেঁপে ওঠে কাবলুওয়াল দেশ।
গত বছরও ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছিলেন আফগানরা। সম্প্রতি পরপর দুটি ভূমিকম্পন অনুভূত হয়েছিল নেপালেও। সেখানেও রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ছয়ের উপরেই। যার প্রভাব পড়েছিল উত্তর ভারতে।