বিজ্ঞানে চমক দেখিয়ে এবছর রসায়নে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী। তাদের অভিনব আবিষ্কার ওষুধ আবিষ্কার, ক্যানসারের চিকিৎসায় দেখিয়েছে নয়া দিশা। এই তিন নোবেল জয়ীর নাম ক্যারোলিন আর বেরতোজ্জি, মর্টেন মেলডাল এবং কে বেরি শার্পলেস। শার্পলেস এই নিয়ে দ্বিতীয় নোবেল জিতলেন। ২০০১ সালেও নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি।
অণু সংযুক্তিকরণের উপায় হিসেবে অভিনব আবিষ্কারে বিজ্ঞান দুনিয়াকে তাক লাগিয়েছেন এই তিন মহারথী। বুধবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এই তিনজনের নাম ঘোষণা করেছে। তাদের ক্লিক কেমিস্ট্রি নিয়ে যে গবেষণা তা আগামী দিনে ওষুধ শিল্পকে আরও উন্নত করবে বলেই মনে করা হচ্ছে। ক্যারোলিন আর বার্তোজ্জি ও কে ব্যারি শার্পলেস মার্কিন যুক্তরাষ্ট্রের এবং মর্টেন মেলডাল ডেনমার্কের নাগরিক। পুরস্কার হিসেবে এই তিন বিজ্ঞানী প্রায় ১ কোটি সুইডিশ ক্রোনার পাবেন।