চিড়িয়াখানায়(Zoo) ফের বাঘের আক্রমণ । এক সাফাইকর্মীর উপর হামলা করে মালয় বাঘটি । ওই ব্যক্তিকে বাঁচাতে বাঘটিকে গুলি করে হত্যা করল চিড়িয়াখানা কর্তৃপক্ষ । ঘটনাটি ঘটেছে ফ্লোরিডার চিড়িয়াখানায়(Florida Zoo) ।
চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যেবেলা ন্যাপেলস চিড়িয়াখানায় ইকো(Eko) নামে ৮ বছরের বাঘের আক্রমণে গুরুতর আহত হন এক সাফাইকর্মী । তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । ওই ব্যক্তি চিড়িয়াখানার চুক্তিবদ্ধ কর্মী ছিলেন । তাঁকে শেরিফ অফিস, চিড়িয়াখানার বিশ্রামাগার এবং গিফট শপ পরিষ্কারের কাজে নিয়োগ করেছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ ।
ইতিমধ্যে এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে শেরিফ অফিসের তরফে । ভিডিওতে দেখা যাবে, ওই কর্মীর হাত কামড়ে ধরেছে বাঘটি । এরপরেই চিৎকার করে সাহায্য চায় লোকটি । বাঘের মুখ থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে । এরপরেই হাত ছাড়াতে বাঘটিকে গুলি করা হত্যা করা হয় ।
চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বুধবার জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল চিড়িয়াখানাটি । কিন্তু, তারপরেও ২৬ বছরের ওই সাফাইকর্মী বাঘের খাঁচার সামনে সংরক্ষিত এলাকায় প্রবেশ করে । মনে করা হচ্ছে, সম্ভবত খাঁচার ভেতরে হাত ঢুকিয়ে বাঘটিকে আদর করার কিংবা খাবার দেওয়ার চেষ্টা করছিলেন তিনি । সেইসময় তাঁর হাত কামড়ে ধরে বাঘটি ।
এরপরেই শেরিফ ডেপুটি সেখানে যায় । প্রথমে হাত ছাড়ানোর চেষ্টা করা হয় । তারপর কোনও উপায় না থাকায়, লোকটিকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে বাঘটিকে গুলি করা হয় । গুলি খাওয়ার পর বাঘটি তার খাঁচায় ভিতরে চলে যায় । সেখানে যাওয়ার পর বাঘটি অচেতন হয়ে যায় । পরে তার মৃত্যু হয়।
মালয় বাঘ হল দক্ষিণ ও মধ্য মালয় এবং থাইল্যান্ডের দক্ষিণ অংশ জুড়ে পাওয়া সবচেয়ে ছোট বাঘের প্রজাতিগুলির মধ্যে একটি । এটি মালয়েশিয়ার জাতীয় প্রতীক।
তবে চিড়িয়াখানায় বাঘের আক্রমণের ঘটনা নতুন নয় । এর আগে ২০১৬ সালে পাম বিচ চিড়িয়াখানায় ১২ বছর বয়সী হাতি নামে এক মালয় বাঘের আক্রমণে মারা যায় এক ব্যক্তি ।