টাইটানিকের ধ্বংসাবশেষ চাক্ষুস করতে গিয়ে পাঁচ অভিযাত্রী সহ হারিয়ে গিয়েছে ডুবোজাহাজ টাইটান। এই রোমাঞ্চকর যাত্রা নিয়ে বার বার সতর্ক করেছিলেন 'টাইটানিকের' নির্মাতা জেমস ক্যামেরন। কারণ তিনি নিজেও প্রায় একই রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। সমুদ্রের অতল গহ্বরে প্রায় ১৬ ঘন্টা আটকে ছিলেন।
এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে পরিচালক ক্যামেরন জানিয়েছেন, যখন তিনি শুনেছিলেন সাবমেরিন টাইটানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল সেই সময়েই তিনি শঙ্কা প্রকাশ করেছেন। তিনি সঙ্গে সঙ্গে সাবমেরিন কমিউনিটিতে তাঁর চেনা জানা সকলকে ফোন করেছিলেন।
আরও পড়ুন - অতল গহ্বরে মিলল টাইটানের ধ্বংসাবশেষ, কীভাবে হারিয়ে গেল ডুবোজাহাজটি?
এই ঘটনার পরেই ক্যামেরনের মনে হয়েছিল, একটি বড় বিপর্যয়ের মুখে পড়েছে ওই ডুবোজাহাজ। কারণ ১৯১২ সালে কার্যত একই রকম বিপদের সম্মুখীন হয়েছিল টাইটানিক। যার জেরে প্রাণ হারিয়েছেন প্রায় ১৫০০ জন।