আজ সরকারিভাবে ইংল্যান্ডের রাজাসনে বসতে চলেছেন রাজা তৃতীয় চার্লস। লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে হবে তাঁর রাজ্যাভিষেক। ইংল্যান্ডের ৪০ তম রাজা হিসেবে তিনি বসছেন রাজসিংহাসনে। শুধু ব্রিটিশ দীপপুঞ্জই নয় তাঁর রাজত্বে থাকছে কমনওয়েলথের দেশগুলিও। মহাসমারোহে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ঋষি সুনক, বাইবেলের একটি নির্বাচিত অংশ পাঠ করে শোনাবেন তিনি৷ ইতিমধ্যেই লন্ডনের রাজবাড়িতে ভারতের তরফে উপস্থিত হয়েছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
WHO on Covid19 : করোনা আর অতিমারি নয়, বিশ্বকে স্বস্তি দিল স্বাস্থ্য সংস্থার বার্তা
ভারতীয় দুপুর আড়াইটেতে বাকিংহাম রাজপ্রাসাদে রাজ্যাভিষেক হবে তৃতীয় চার্লসের। ১৯৫৩-তে শেষবার রাজ্যাভিষেকের অনুষ্ঠান হয় ইংল্যান্ডে। সেবার সিংহাসনে বসেন রানি দ্বিতীয় এলিজাবেথ। রানির মৃত্যুর পরেই তাঁর সিংহাসনে বসছেন তৃতীয় চার্লস।