ইউক্রেনে (Ukraine) রুশ সেনার অনেককিছুই যে পরিকল্পিত ভাবে চলছে না, তার আরও প্রমাণ সামনে এল। রাশিয়ান আর্মির (Russian Army) একজন শীর্ষস্থানীয় কমান্ডারকে তাঁর নিজের সৈন্যরাই আক্রমণ করল! অন্য একজন জেনারেলের মৃত্যুও হয়েছে বলে খবর।
ইন্ডিপেন্ডেন্টের খবর অনুযায়ী, কর্নেল ইউরি মেডভেদেভের উপর ট্যাঙ্ক চালিয়ে দিয়েছে রুশ সেনা৷ যুদ্ধের শুরুতে বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়ে মেডভেদেভের বাহিনী। দেড়হাজার জনের বাহিনীর অর্ধেকের মৃত্যু হয়, নয়তো গুরুতর আহত হন তাঁরা।
ট্যাঙ্কের আঘাতে ওই কর্নেল গুরুতর জখম হয়েছে। তাঁকে চিকিৎসার জন্য বেলারুশে নিয়ে যাওয়া হয়েছে।
অন্যদিকে, খারসন শহরে একটি সংঘর্ষে মারা গিয়েছেন জেনারেল ইয়াকভ রেজান্তসেভ। পশ্চিমী দেশগুলির মতে, সপ্তম রুশ জেনারেল হিসাবে যুদ্ধের বলি হলেন তিনি।
আরও পড়ুন: Mariupol attack: রুশ হানায় মারিউপোলে অন্তত ৩০০ জন ইউক্রেনিয়-র নিহত হওয়ার আশঙ্কা
এই জেনারেল যুদ্ধ শুরুর দিন চারেকের মাথায় দাবি করেছিলেন কয়েক ঘণ্টার মধ্যেই যুদ্ধ শেষ হবে। বিবিসি জানিয়েছে, ৪৯ নম্বর রুশ কম্বাইনড আর্মির এই কমান্ডার নিজেই মারা গেলেন।
মাসখানেকের বেশি যুদ্ধ চলছে। কিন্তু এখনও ইউক্রেনের কোনও বড় শহর রুশ সেনার দখলে আসেনি।
যুদ্ধের শুরুতে রুশ রাষ্ট্রপতি পুতিন বলেছিলেন, তিনি ইউক্রেনের নিরস্ত্রীকরণ চান৷ এখন মস্কো আলছে, তাদের লক্ষ্য হল ডনবাসের স্বাধীনতা।