নতুন বছরেই সুনামির (Tsunami) আশঙ্কা । শনিবার সন্ধেয় হঠাৎই জেগে ওঠে প্রশান্ত মহাসাগরের নিচে থাকা আগ্নেয়গিরি (Volcano) । হঠাৎ করে অগ্নুৎপাতের (Volcanic Eruption) কারণে সুনামির ঢেউ তৈরি হতে শুরু করেছে । তার জেরে আমেরিকা (America), জাপানের (Japan) উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে সুনামি । ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের উঁচু জায়গায় নিয়ে আসা হচ্ছে ।
শনিবার গভীর রাত থেকে টোঙ্গা (Tonga) উপকূলে উঁচু উঁচু ঢেউ আছড়ে পড়ছে । বড় বড় বিল্ডিং ও বাড়িগুলিতে জল ঢুকে গিয়েছে । ইতিমধ্যেই সেইসব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । উপকূলবর্তী এলাকার মানুষগুলির মধ্যে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে ।
উপগ্রহ (Satelite) চিত্রে ধরা পড়ে অগ্নুৎপাতের সেই ভয়াবহ দৃশ্য । আচমকা জেগে ওঠে প্রশান্ত মহাসাগরে সমুদ্রগর্ভে অবস্থিত হাঙ্গা টোঙ্গা হাঙ্গা হোপাই নামে আগ্নেয়গিরি । দেখা যায়, আশপাশ কালো ছাই আর ধোঁয়ায় ভরে গিয়েছে । সেইসঙ্গে অগ্নুৎপাতের ফলে জলে আলোড়ন তৈরি হয়েছে ।
আরও পড়ুন, Transplant pig heart: ইতিহাসে প্রথম! মানুষের শরীরে বসল শুয়োরের হৃদপিণ্ড
টোঙ্গা মেটিওরোলজিক্যাল (Tonga Meteorological Services) বিভাগ জানিয়েছে,অগ্নুৎপাতের ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে সুনামির সতর্কতা রয়েছে । এমনকী, প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র থেকে পাওয়া তথ্যে প্রায় ২.৬ ফুট উঁচু ঢেউ শনাক্ত করা হয়েছে । অন্যদিকে, রাত ১২টা নাগাদ আমামি ওশিমা দ্বীপে প্রায় ৩ ফুট উচ্চতার সুনামির ঢেউ আছড়ে পড়েছে বলে জানা গিয়েছে ।