ফিলিপিন্স ও মিন্দানায় জোরাল ভূমিকম্প। শনিবার স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ এই দ্বীপরাষ্ট্রে জোরাল ভূমিকম্প হয়। এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, এখনও জানা যায়নি। তবে ফিলিপিন্স ও জাপান উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
ইউরোপিয়ান-মেডজিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, এদিন বিকেলে ফিলিপিন্স ও দক্ষিণে মিন্দানা দ্বীপে জোরালো ভূমিকম্প হয়। কম্পনের তীব্রতা ছিল ৭.৫ ম্যাগনিটিউড। কম্পনের উৎসস্থল ভূ-পৃষ্ঠ থেকে ৬৩ কিলোমিটার গভীরে। এরপরই সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
প্রসঙ্গত, শনিবার সকালে ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশে। কম্পনের তীব্রতা ছিল ৫.৬। উত্তরবঙ্গেও মৃদু কম্পন অনুভূত হয়।