৩০ বছর ধরে জমিয়ে রাখা মানব ভ্রূণ থেকে জন্ম নিল যমজ শিশু। মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল এমব্রায়ো ডোনেশান সেন্টারে’ সংরক্ষিত ছিল।
গত ৩১ অক্টোবর জন্ম হয়েছে যমজ শিশুর। নাম লিডিয়া ও টিমোথি। আইভিএফ-এর মাধ্যমে যমজ সন্তানের জন্ম দিয়েছেন ফিলিপ ও র্যাচেল দম্পতি। এটিই বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় হিমায়িত থাকা ভ্রূণ।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এমব্রায়ো ডোনেশান সেন্টারে যেকোনো পুরুষ বা নারী তাঁদের ভ্রূণ সংরক্ষণ করে রাখতে পারেন। ভবিষ্যতে কোনো দম্পতি চাইলেই সেখান থেকে ভ্রূণের মান, বয়স ও ভ্রূণদাতা সম্পর্কে জেনে ভ্রূণ নিতে পারেন। পুরো প্রক্রিয়াটি হয় বিনামূল্যে।
ফিলিপ এবং র্যাচেলের এমনিতে চার সন্তান রয়েছে, যাদের বয়স যথাক্রমে ৮,৬,৩ এবং ২। ফিলিপ ও র্যাচেল দম্পতি ন্যাশনাল এমব্রায়ো ডোনেশান সেন্টারে গিয়ে জানতে পারেন, সেখানে ১৯৯২ সালের ২২ এপ্রিল থেকে একটি ভ্রূণ সংরক্ষিত রয়েছে। তবে ভ্রূণদাতার নাম তাঁরা জানেন না। সিদ্ধান্ত নেন, সেই ভ্রূণটিকেই পৃথিবীর আলো দেখাবেন তাঁরা, তবে এর পেছনে রেকর্ড গড়ার কোনও ইচ্ছে তাঁদের ছিল না বলেই জানিয়েছেন দম্পতি।