দুর্গাপুজোর মন্ডপের অনুষ্ঠানে ইসলামী গান পরিবেশনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চট্টগ্রামের বন্দরনগর এলাকায়। এই নিয়ে মামলাও দায়ের হয়। ইতিমধ্যেই এই কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের জেএম সেন হলে মহানগর পুজো উদযাপন পরিষদ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান চলাকালীন চট্টগ্রাম কালচারাল অ্যাকাডেমি নামে একটি সংগঠন দুটি গান পরিবেশন করে। সেই গানের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ক্ষোভ তৈরি হয়। সঙ্গে সঙ্গে এলাকায় সেনা-সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হয়। রাস্তায় নেমে বিক্ষোভও করেন অনেকে। প
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের জে এম সেন হলে চট্টগ্রাম মহানগর পুজো উদযাপন পরিষদ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। অভিযোগ, অনুষ্ঠানের সময় ‘চট্টগ্রাম কালচারাল অ্যাকাডেমি’ নামের একটি সংগঠন দুটি গান পরিবেশন করে। সেই গানের ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই পর হিন্দুদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে সেনা-সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হয়। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ সনাতন ধর্মালম্বীরা সেখানকার রাস্তায় বিক্ষোভও দেখান। শুক্রবার ভোরে গ্রেফতার করা হয় শহিদুল করিম ও নুরুল ইসলাম নামে দুই সদস্যকে। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজি তারেক আজিজ শুক্রবার সংবাদমাধ্যমে গোটা বিষয়টি জানান।
এই ঘটনা নিয়ে ইতিমধ্য়েই ক্ষমা চেয়ে নিয়েছেন সংগঠনের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। তিনি জানিয়েছেন, অনেকেই এই ঘটনার সঙ্গে ছাত্রশিবিরকে জড়াচ্ছেন। কিন্তু তিনি নিশ্চিত করেছেন, এর সঙ্গে ছাত্রশিবিরের সম্পর্ক নেই।