বছরে লাখ লাখ টাকা উপার্জন করছেন এক ক্যাব চালক । তাও আবার একের পর এক ট্রিপ ক্যান্সেল করে ! ভাবছেন, কীভাবে তা সম্ভব । কিন্তু, বাস্তবে এমনই ঘটেছে । সাধারণত যে সব চালকরা বারবার ট্রিপ ক্যান্সেল করেন, তাঁরা কখনওই কম্পানির গুড উইলে থাকেন না । কিন্তু, আমেরিকার ওই উবের চালক প্রায় ৩০ শতাংশ ট্রিপ বাতিল করলেও, কোনও অসুবিধার মধ্য়ে পড়েননি । বরং কৌশলে উপার্জন করে নিয়েছেন লাখ লাখ টাকা, কীভাবে ?
নাম প্রকাশে অনিচ্ছুক ওই উবের চালক জানিয়েছেন, যখন গাড়ির চাহিদা থাকে, কেবল তখনই রাস্তায় নামেন তিনি। শুধু তাই নয়, যেখান থেকে ফেরার রাস্তায় যাত্রী পাওয়া যায়, সেখানেই পরিষেবা দেন । তা না হলে ক্যান্সেল করে দেন একের পর এক ট্রিপ । জানা গিয়েছে, গত বছর ১৫ হাজার ট্রিপ করে আয় হয়েছে ২৮ হাজার ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৩ লক্ষ ২৮ হাজার টাকা ।
উবের চালক আরও জানিয়েছেন, বিমানবন্দর চত্বরে রাত ১০টা থেকে রাত আড়াইটে পর্যন্ত গাড়ির চাহিদা বেশি থাকায়, সেখানে পরিষেবা দেন । সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, একাধিক ট্রিপ বাতিলের পর পছন্দের ট্রিপে ভাড়া খাটলে লাভ হয় চালকের । সেই কৌশলেই লাখ লাখ টাকা আয় করেছেন ওই উবের চালক ।